Search This Blog

Thursday, October 24, 2013

freelancing tricks -1

freelancing

Online Earning / freelancing

কথা টা খুবই জনপ্রিয় এখন কার সময় এ।
ঘরে বসে টাকা ইনকাম করতে কে না চায়। কিন্তু ইনকাম করতে হলে কাজ জানতে হবে। 
 অবশ্যই আপনাকে কোন বিষয়ে দক্ষ হতে হবে।
সব বিষয়ে কিছু জানার থেকে ,এক বিষয়ে বেশি জানা অনেক ভাল। আপনার যদি বেশি শিখে কাজ বেশি করতে পারেন, তাহলে তো অনেক ভাল। তবে অবশ্যই একটা কাজ এক্সপার্ট হতে হবে। অনেক ব্লগ বা PDF অনলাইন ইনকাম নিয়ে অনেক লেখা লেখি চলে, কিন্তু আমি এখানে একটু ভিন্ন ভাবে তুলে ধরার চেষ্টা করেছি।
ফ্রীল্যান্সিং  এর শুরু তে আপনার করনীয়ঃ
ধর্য্য ধারনএবং পরিশ্রম করার জন্য মানসিক ভাবে প্রস্তুত হন
প্রাথমিক পর্যায়ে ইনকাম অপেক্ষা শুধু কাজ শেখায় মন দিন, (ইন্টারনেট বিল + হাত খরচ চালানোর উপায় পরের পোস্ট গুলো তে থাকছে :D )
এমন কাজ শেখার চেষ্টা করুন যা প্রাথমিক নয়, সব সময় আপনাকে সাপোর্ট দিবে।
আত্ম বিশ্বাস এবং বড় হওয়ার প্রত্যয় নিয়ে কাজ এর জন্য আবেদন করতে থাকুন,
‘’নেভার গিভ আপ ম্যান’’
আপনার দক্ষতা কে কাজে লাগিয়ে আপনি   গড়ে তুলতে পারেন আপনার ভবিষ্যৎ।

ধারাবাহিক পর্বে কোন কোন সাইট কেমন করে শুরু করবেন, সব বিস্তারিত থাকবে এবং কিছু ছোট কাজ এর নির্দেশনা থাকবে, টাকা ঊত্তলনের সঠিক উপায়। যা আপনাকে অনলাইন ইনকামের সপ্ন কে টিকিয়ে রাখবে আর থাকবে কিছু সফল ফ্রীল্যান্সার দের সাক্ষাতকার এবং জীবন কাহিনি যা আপনাকে অনুপ্রেরনা  যোগাবে। আশা থাকবে একজন সফল ফ্রীল্যান্সারের সাক্ষাতকার  হিসাবে আপনার কাহিনি আমাদের এই ব্লগে থাকবে।



No comments:

Post a Comment