Search This Blog

Monday, September 2, 2013

Airtel Online Service Bd. Self maintainance.


airtel Online Service:
আপনারা অনেকেই সার্ভিস টি Use করছেন  জানি তারপর ও  যারা জানে না ,  জন্য  পোস্ট  টা। 
এই সার্ভিস  টি র মাধ্যমে আপনি Call list, FnF list, নতুন FnF করা  , Balance check করা , সহ যে কোন airtel no. এ  , এই website থেকে  free SmS পাঠাতে পারবেন. তাহলে দেখে আসি কিভাবে করা যায়  এটা :

১) এয়ারটেল এর ওয়েবসাইট  এ প্রবেশ  করতে হবে http://www.bd.airtel.com/,.
ছবি  লক্ষ্য করুন , My Account এ click করুন।

২) Log In / Password এর একটা ফর্ম আসবে , তার নিচে Create  Profile Click Here, Option আছে , করতে হবে।

 ৩) আপনার মোবাইল নম্বর বাক্স এ বসিয়ে submit করুন।

 


 ৪) আপনার এয়ারটেল নম্বরে' Activation Code চলে আসবে , ছবির এই ফর্মে  code টি বসিয়ে ফেলুন , পছন্দের password বসিয়ে নিন. password ২ বার  বসিয়ে submit করুন।


5) আপনার একাউন্ট টি এখন ready. যদি ও error দেখাতে পারে। 

log in option এ গিয়ে আপনার মোবাইল নম্বর এবং password দিয়ে Log in করুন। 

profile এ  প্রবেশের পর আপনাকে কিছু information ( mail id/ পছন্দের একটা   question/ answer দিতে হবে। , তারপর ই আপনি প্রফাইলে এ call list  দেখতে পাবেন, unlimited sms পাঠাতে পারবেন যে কোন airtel  নম্বর এ, Fnf  change  করতে পারবেন।


আশা করি পোস্ট টি পড়ে  উপকার পাবেন।
সমস্যা হলে কমেন্ট করবেন। 

[ বি: দ্র : please  miss  use  করবেন  না ( কাউ কে না জানিয়ে তার call / fnf  list  check  করবেন না) ]




No comments:

Post a Comment